সহস্র মৃত্যু প্রথম মৃত্যুর আগে

প্রথম মৃত্যু হয়েছিল তোমার,


যেদিন তোমার চোখের সামনে,


একটি সৎ মানুষ হয়েছিল অপমানিত,


তুমি উট পাখীর মত ভান করেছিলে দেখেও না দেখার।


 

প্রথম মৃত্যু হয়েছিল তোমার,


যখন চোখের সামনে পড়েছিল লাশ,


তোমার প্রিয়জনের,


কিন্তু কষ্টে বুক কাঁপেনি একটি বার।


 

আর কত মৃত্যুর পর তুমি বেঁচে উঠবে?


বল, আর কত মৃত্যুর পর তোমার বিবেক জাগ্রত হবে?

View kingofwords's Full Portfolio