কারো নিসিদ্ধ পল্লীতে যাবার নেশা,
কারো বা সুডৌল স্তনের নেশা,
কেউ হয় সদা ব্যস্ত,
হতে মাদকে নেশাগ্রস্ত।
কেউ টাকার পাহাড় গড়ার নেশায় বুঁদ,
করেনা পরোয়া হয় যদি কেউ নাস্তানাবুদ,
ভ্যাম্পায়ারের মত গরীবের রক্ত চুষে,
মাতে আনন্দে আর উল্লাসে।
কারো নেশা অন্যের তরে জীবন বিলানোর,
কারো নেশা অন্যকে ধ্বংসের, পাতালে নামানোর।