এক অনিশ্চিত বর্তমানে,
ঘুরপাক খাচ্ছি এখন, এখানে,
সন্দেহ আর অবিশ্বাসের বীজ বাড়তে বাড়তে,
হয়েছে আজ পরিণত যেন বিশাল বটে।
মানুষ আজ মানুষের কাছেই অপরিচিত যেন,
যেন একেকজন মহাকাশের বিচ্ছিন্ন কোনও,
গ্রহ হতে এসেছে, যেন রোবট সকলে,
নেই মায়া, নেই মমতা কারো মনের কোলে।
তবুও আমি আঁধারে আশার আলো দেখি,
তবুও আমি মানবতার সুগন্ধি গায়ে মাখি।