খুব বেশী দূরে নয় সে,
চাঁদের মত মুখটি তার মনের আকাশে ভাসে,
কত স্বর্গীয় মুহূর্ত ছিল একসাথে,
কত ভালোবাসা ছিল অনুভূতিতে, কথাতে।
ঘৃনা নামক ভুত হরদম চেপে বসতে চায়,
আমার মগজের আঙ্গিনায়,
আমি পারিনা তাকে ভুলতে,
আমি পারিনা তাকে আর ভালবাসতে।
এ এক অদ্ভুত দোটানায় পড়ে,
মন খায় হাবুডুবু, মন যেন যায় মরে।