আমি নই...

আমি নিষ্ঠুর ফেরাউন নই,


নই নমরুদ কোনও,


তবে এত কেন,


অবহেলা এই আমাকেই?


 

আমিতো চাইনা লোভনীয় পদ কোনও,


নেই অর্থের লোভ,


আছে কেবল ছাই চাপা আগুনের মত ক্ষোভ,


কারো প্রতি, জানি না মিটবে কি তা কোনও দিনও!


 

চিন্তাবিদের মত ভাবি, শেষ আছে সব কিছুর,


সূর্য উঠতে নেই বাকি আর; আসছে হয়তো ক্ষণ মধুর।

View kingofwords's Full Portfolio
tags: