আরও একটি প্রাণ গেল ঝরে...

কি নিষ্ঠুর ওরা!


কি নির্মম ওরা!


মানুষ নাকি ওদের পরিচয়,


কেন কাড়ে প্রাণ, যদি মানুষ হয়?


 

কদিন আগেও ছিল যে,


তোমার আমার সবার মাঝে,


আত্মাকে করল বিনাশ একটি ধাতব বুলেট,


দেখল নির্বিকার তাকিয়ে সমগ্র সিলেট।


 

আর কত মায়ের বুক হবে খালি?


আর কত মন-মন্দিরে হবে ছড়ানো দুঃখের অঞ্জলি?     

View kingofwords's Full Portfolio