মন থেকে যেন একটা পাথর,
গেল নেমে আজ বহুদিন পর,
শান্তির ছোঁয়া পাই সবখানে,
মন আজ মেলে ডানা যেখানে।
কষ্টের ভেলায় ভাসতে নই বাধ্য আর,
অল্প বয়সেই হয়েছে অনেক দেখা আমার,
আমার হৃদয়ে এখন নীলের ছড়াছড়ি,
লাল রং পাওয়া মুশকিল ভারী।
কালো মেঘ গেলে কেটে যেমন রোদ হাসে,
আমি রই অপেক্ষায় যখন বসন্ত আসে।