আসি আমি বারেবারে,
নরক হতে ফিরে,
নরক মানেই তুমি,
যে তোমার ছিলাম কভু আমি।
মন যে ভাঙ্গলে কাঁচের মত কতবার,
কোনও ইয়ত্তা কি আছে তার?
কত অন্ধকার রাতের সাথে বলেছি কথা,
চেয়েছ কি কভু জানতে তা?
চাইনা আর সেই নরক মুখো হতে,
হতাশার গলা ধরব টিপে, বাঁচব আশাতে।