বসন্ত আসে শুধুই তোমার জন্য,
তোমায় ফুলের সৌরভে মাতাতে,
ফুলেরা হয় ধন্য,
তুমি ছড়াও মুগ্ধতা যখন তোমার হাসিতে।
গোলাপ চায় তোমায় ছুঁয়ে দিতে,
তোমার সুরভি নিজ গায়ে মেখে,
আনন্দের বন্যায় ভাসতে,
একে তৃপ্তির রেখা তব চোখে মুখে।
বসন্ত মানেই তুমি,
বসন্ত মানেই তুমি...