ভোরের ডাক

প্রতিদিন রাতের অহংকারকে ভেঙ্গেচুরে,


প্রভাকর আসে ভোরে,


নব প্রাণ জাগাতে,


গতিহীনে গতি আনতে।

 


অরোরার অহংকার এ ভোর,


ছড়িয়ে দিয়ে আলোর,


চাদর ভাসে উল্লাসে সে,


যতক্ষণ না আঁধার তার রাজ্য পুনরোদ্ধারে আসে।


 

ভোর মানেই পাখিদের গান,


ভোর মানেই সুন্দর, ভোর মানেই প্রাণ।

View kingofwords's Full Portfolio
tags: