প্রথম প্রেম, প্রথম চুম্বন,
প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন,
প্রথম রাগ, প্রথম কান্না,
প্রথম বিরহ, প্রথম যাতনা।
প্রথম হাত ধরা, প্রথম বিচ্ছেদ,
প্রথম হারানোর খেদ,
প্রথম মায়া, প্রথম ব্যথা,
প্রথম না বলা কথা।
যা কিছু প্রথম তোমায় নিয়ে,
মিস করি ভীষণ তা, হেথায় ঠায় দাঁড়িয়ে।