আত্মবিশ্বাসী হতে চাই

আমি আত্মবিশ্বাসী মানুষ হতে চাই,


আত্মবিশ্বাস পুঁজি করে এগিয়ে যেতে চাই,


বাঁধার অট্টালিকা গুড়িয়ে দিয়ে,


চাই দিতে ঐ আকাশ ছুঁয়ে।


 

হয়তো স্বপ্নের চূড়ায় আরোহণ করার,


নেই বাকি বেশী দিন আর,


লেগে যাবে কয়েক যুগ হয়তো,


চেষ্টা করে শত।


 

তবুও ছাড়ব না আমি হাল,


আঠার মত থাকব লেগে সন্ধ্যা থেকে কাল।

View kingofwords's Full Portfolio