শুকিয়ে যাওয়া শিশির কণার মত,
ডুবে যাওয়া সূর্যের মত,
কোথায় হারালে আমায় ফেলে,
ভাসে মন আজ দুখের জলে।
স্বপ্নের ডানা ভেঙ্গে দিয়ে,
আশা ভরসার গায়ে ধুলো ছিটিয়ে,
চলে গেলে তুমি না বলে,
কেন এমন নিষ্ঠুর হলে?
কভু কি পারব না আমি জানতে?
কি ছিল অপরাধ এই আমাতে?
পারবে কি কভু হতে সুখি তুমি আসলে?
কেন এ মনের আলো নিভিয়ে দিলে?