সে সুন্দর, পরীর মতন,
বিধাতা করে যতন,
করেছেন সৃষ্টি যাকে,
ভালোবেসে ফেলেছি আমি তাকে।
কথা তার যেন গান,
আনে ডেকে মনে আনন্দের বান,
হাসিতে তার মুক্তো ঝরে,
দীঘল কালো চুল মন নেয় কেড়ে।
যতই দেখি মেটেনা মনের সাধ দেখার,
মনে হয় বারে বারে গিয়ে বলি, “তুমি আমার”।