আমি কি ঠিক তাই?
তোমার পরাণ যাহা চায়,
নাকি আমি একেবারেই নই যোগ্য তোমার,
হবে কি সৌভাগ্য আমার তা জানার?
আমার কাছে তুমি রুপকথার রাজকন্যা,
আমি জানি আমি কভু প্যারিস হতে পারব না,
কিংবা হ্যামলেট, অথবা সিন্দাবাদ,
তবুও কেন জানি তোমাকে জয় করা আমার সাধ!
ভালোবাসাহীন এ দুনিয়ায় পাবেনা স্বার্থপরতা আমার কাছে,
কারণ আমি ভালোবাসতে জানি, আমার একটা আবেগী মন আছে।