আহত পাখীর মত কষ্ট আমার,
না পারি নীরবে সইতে,
না পারি কাউকে বলতে,
জীবন হল যেন আঁধার।
বলে মন চল এগিয়ে,
ঘোড়ার মত না হলেও ক্ষতি নেই,
ইসপের কচ্ছপের মত যদি হয়, তাই সই,
ফিরতে স্বপ্নের কণাগুলি নিয়ে।
কষ্টের নীড় ভাঙতে বেশ ইচ্ছে হয়,
পরক্ষণেই “বিপরীতে যাও” এ অবুঝ মন কয়!