একসাথে গান গাওয়া,
টঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়া,
ক্লাস দিয়ে ফাঁকি সিনেমা দেখা,
বাসায় ফিরে মায়ের বকা,
খুব মনে পড়ে এখন,
বন্ধুদের কথা ভাবি যখন।
কোথায় গেল সেই আড্ডা?
সেই চায়ের দোকানের দাদা,
টিপুর সাথে হয় কথা মাঝে মাঝে,
আশরাফ ব্যস্ত খুব কাজে,
পপি আর স্নিগ্ধা নিয়েছে গুছিয়ে জীবন,
যে যার মতন,
খুব মনে পড়ে এখন,
বন্ধুদের কথা ভাবি যখন।
সময় স্রোতের মত নিষ্ঠুর বড়,
নিয়েছে বয়স কেড়ে অনেক, তবু চায় আরও,
তবুও একটু শান্তির সুবাতাস বয় মনে,
ফেইসবুক, টুইটার কিংবা ফোনে,
হয় গল্প যখন,
কিছু কথা, কিছু আলাপন,
খুব মনে পড়ে এখন,
বন্ধুদের কথা ভাবি যখন।