অনেকদিন লাল গোলাপ দেখিনা

 অনেকদিন লাল গোলাপ দেখিনা,

 

আগে প্রায়ই কিনে,


 চমকে দিতাম তাকে, 

 

তার হাতে গুঁজে দিয়ে, বলতাম নাও ললনা


 

যে কয়েকটি সেকেন্ড পার হত,

 

গোলাপটি সে হাতে নেবার পরে,

 

তা ছিল আমার জন্য,

 

হাতে স্বর্গ পাওয়ার মত!

 

 

যেন গোলাপের লাল আভা তার গালে গিয়ে ঠাই নিত,

 

আমার তৃষ্ণার্ত নয়ন তখন সেই সৌন্দর্যের হ্রদে ডুব দিত।     

 

View kingofwords's Full Portfolio