দূর আকাশের ঐ অহংকারী তারাদের মত,
রংধনুর অকৃত্রিম সৌন্দর্যের মত,
স্থির আকাশে স্বাধীন মেঘের ভেলার মত,
স্পর্শের বাইরে তুমি, অভিমান নিয়ে শত।
ঐ দূর দিগন্তের মায়াজালের মত,
বারমুডা ট্রায়াঙ্গেলের গভীর রহস্যের মত,
মরুভূমিতে মরীচিকার মত,
স্পর্শের বাইরে তুমি, সাথে নিয়ে আমার ভালোবাসা যত।
মিশরের নির্বাক পিরামিডের মত অপেক্ষায় রত আমি,
তোমার ভালোবাসায় সিক্ত হব বলে; কিন্তু হায়! স্পর্শের বাইরে তুমি!