এক মুঠো স্বাধীনতার খোঁজে,
শ্রান্ত ক্লান্ত হয়ে,
ঘুরে ফিরি নিজে নিজে,
মনে শত আশা নিয়ে।
আমি পাইনা স্বাধীনতা,
গরীব দুঃখীর ঘরে,
ভিক্ষুকের থালাতে,
অথবা পথশিশুদের হাসিতে।
কেউ কি আমায় বলতে পারে?
স্বাধীনতা কোথায় বাস করে,
মুক্ত বিহঙ্গের মত স্বাধীনতাকে নিয়ে হাতে,
সকলের মাঝে চাই আমি বিলাতে।