তোমায় মনে হয় যেন স্বর্গের পথহারা এক পরী,
সুবাসিত গায়ে লতার মত জড়িয়ে থাকে যখন শাড়ি,
তোমার সৌন্দর্যের মায়াজালে বুঁদ হয়ে রই,
শিশুসুলভ কৌতূহলে অপলক দেখতে বাধ্য হই।
শাড়িতে দারুণ লাগে তোমায়,
অনিন্দ্য সৌন্দর্য যেন স্বর্গীয় আলো ছড়ায়,
মানবী থেকে পরিণত হও তখন,
গ্রীক কোনও দেবীতে শাড়িতে যাও হেঁটে যখন।
নজর না লাগে যেন এই ধরার চাঁদের গায়!
দাও ভরে মন আমার, ভালোবাসায় ভালোবাসায়।