বিয়ে

 

বিয়ে, কারো কাছে সম্পর্ক শুধু,


 

জীবন কারো কাছে,


 

কেউ বা শুধুই সামাজিকতা মনে করে,


 

কেউ ভাবে নরক-সিন্ধু।


 

 

 

কেউ বিয়ে করে বাঁচে,


 

কেউ বা মরে,


 

কেউ কাউকে তুষ্ট করতে,


 

খুঁজে প্রশান্তি বিয়ের কাছে।


 

 

 

সুখ রয় অধরা তবু, মরীচিকা এক,


 

বিয়ে যায় নিয়ে এক পথ থেকে পথে আরেক!

 

View kingofwords's Full Portfolio