তুমি নক্ষত্রের আলো হয়ে,
আসো আমার মনের আকাশে,
চলে গিয়েও যাও রয়ে,
বৃষ্টির ছাপের মত আমার অস্তিত্বে মিশে।
তোমায় পাশে নিয়ে সিন্দাবাদের মত,
যাবো দেশ থেকে দেশান্তরে,
হব শিশুর মত পুলকিত,
করব শার্লক হোমসের মত রহস্য ভেদ, চিনব তোমারে।
যাবো হারিয়ে আদিম মানুষের মত সভ্যতা ছেড়ে দূরে,
জাগব নব ভোরে, অজানা কোনও তীরে।