সময় যায় বয়ে যেমন,
মানুষের জীবনও যায় চলে তেমন,
প্রতিনিয়ত মানুষ স্থানান্তর করে,
কেউ এখান থেকে ওখানে, কেউ এপার ছেড়ে ওপারে।
দুনিয়া নেই থেমে তবু,
থামবে হয়তো বা কভু,
নব প্রাণ আসে নব প্রাণ যায়,
কষ্ট সেই বুঝে যার আপন কেউ প্রাণ হারায়।
মানুষ চলে যায় তবু রয়ে যায় তার স্মৃতি,
জগতের নিষ্ঠুর বিধান তাই, জগতের এই রীতি।