কোনও পাখী উড়ে নেয় মুক্তির স্বাদ,
কেউ ধ্যানমগ্ন সাধুর মত চুপচাপ বসে,
মানুষের মুক্তি মিলে কিসে?
কেনই বা জাগে মনে মুক্তির সাধ?
কেউ তীরে ফেরা নৌকার মত মুক্ত হতে চায়,
কেউ বা তীরহারা ঢেউ ভেঙ্গে যায় দূরে,
অদৃষ্টকে বাতিঘর মনে করে,
যদি মুক্তির দেখা পাওয়া যায়!
কারো মুক্তি আসে মৃত্যুর কাল ছায়াতে,
কেউ পাগলের মত হাসে মুক্তির তরে,
কেউ বা বাচ্চার মত কাঁদে প্রাণভরে,
কেউ কেউ মুক্ত হয় একাগ্র প্রার্থনাতে।
অন্যের তরে নিজেকে বিলায়ে মুক্ত হয় অন্তর,
আসে শান্তি, বয় স্বর্গীয় সুবাতাস মনে,
লোকালয়ে কিংবা গোপনে,
খাঁচা ছেড়ে পাখী উড়ে গেলেও বাঁচে অন্যের মনের ভিতর।
অনেকে আবার পায় না মুক্তির দেখা,
যন্ত্রণা নামক দানবের সাথে প্রত্যহ হয় ওঠাবসা,
তাদের তরে অন্যের স্নেহ, মায়া, ভালোবাসা,
দিতে পারে একে ক্ষণিক মুক্তির রেখা।