‘প্রথম’ মানেই আলাদা একটা কিছু,
‘প্রথম’ মানেই ইতিহাস, নেয় যা পিছু,
আমাদের ছায়ার মত প্রায়ই,
তাই সে ‘প্রথম’ হয় যদি অসাধারণ, তবে কথাই নেই!
তোমার ঐ রক্তজবা ঠোঁটে প্রথম চুম্বন,
দিয়েছিলাম একে যেদিন, যে ক্ষণ,
আমার প্রতিটি শিরায় চলছিল তখন,
রক্তের উদ্দাম নাচন!
যেন সময় বলে কিছু নেই, যেন স্বর্গে দুজন,
যেন পৃথিবীটা আমাদের কেবল, যেন সার্থক এই জীবন।