তোমার কল না পেলে,
আমার মন পড়ে হেলে,
পিসার হেলানো টাওয়ারের মত,
বুকে করে ভর বিষাদের পাহাড় শত।
মনে হয় শুধু বারে বারে,
হয়তো তুমি ভুলেই গেছো আমারে,
আমার ফোন দাও যখন কেটে,
তখন গ্রীষ্মের ফসলের ক্ষেতের মত বুক যায় ফেটে।
কখনও মনে হয় এটা,
তোমারও নিজস্ব জগৎ আছে, আছে স্বাধীনতা।