স্বপ্ন ছিল রূপকথার প্রাসাদের মত,
হবে সুন্দর ঘর,
থাকবে সেথায় শত শত,
গোলাপ আর পদ্মের বাসর।
চেয়েছিলাম সিনেমায় মন্তাজের মত,
সাজাবো ধাপে ধাপে জীবনের ছবি,
মেলায় ছন্দের মায়াজাল যত,
যেমন করে কবি।
স্বপ্ন তাসের প্রাসাদের মত ভেঙ্গে হল চুরমার,
স্বপ্ন দেখতে ভয় লাগে এখন, স্বপ্ন দেখিনা আর।