তোমায় এক পলক দেখার তরে

তোমায় এক পলক দেখার তরে,


 গাছের মত রইতাম দাঁড়িয়ে অনেক সময় ধরে,

 

কখনও পিছু নিয়ে,

 

বাসে তোমার সিটের পাশে বসতাম গিয়ে।


 

তুমিও মনে মনে চাইতে আমি ঐ সিটটা করি দখল,


 লজ্জায় তোমার গাল দুটো হত লাল যেন ফুটন্ত পদ্মফুল,

 

তুমি মুচকি হাসতে দাঁতে আঙুল চেপে,

 

আমি বলতাম কথা একটু মেপে মেপে।

 

 

এখন সেইসব স্মৃতি মনে হয় আর কষ্টে বুক যায় ফেটে,

 

অন্ধ সময় যায় চলে, যায় নীরবে কেটে।    

 

View kingofwords's Full Portfolio