‘শব্দরাজ’ বা ‘king of words’ আমার ছদ্মনাম,
এই নামেই কবিতা লিখব মনস্থ করলাম,
কেন জানি মনে হল,
বড় লেখকদের মত আমারও একটা ছদ্মনাম থাকল!
নামটির যথার্থতা পাঠকের উপরই হবে ন্যস্ত,
আমি থাকব নাহয় লেখালেখি নিয়েই ব্যস্ত,
যদি অগুনতি মানব হৃদয়ে ঠাই হয় কভু,
তবে মনে হবে মোর সামান্য চেষ্টা সার্থক তবু।
আমার শব্দের রাজ্যে আপনাদের স্বাগত জানাই,
পড়ুন প্রাণখুলে, মাতুন হর্ষ-বিষাদে সবাই।