যদি কাউকে মন থেকে ভালোবাসো,
যদি তার কাছেই ফিরে আসো,
খুব ভালো লাগে বলে বারে বারে,
তবে বলেই ফেলো ‘ভালোবাসি’ ভয়কে জয় করে।
প্রচণ্ড বৃষ্টির মিছিলে বলতে পারলে আরও ভালো,
হাতে লাল গোলাপ ছড়াবে আলো,
এক হাঁটু তোমার ছোঁবে নির্বাক মাটি,
আকাশ বাতাসকে সাক্ষী রেখে বল ‘ভালোবাসি’ শব্দটি।
তোমার ভালোবাসা যদি সত্যি হয়,
পাবে ঠিকই তাকে, হবে প্রেমের জয়, নিশ্চয়।