আমি নই রবীন্দ্রনাথ,
কিংবা নজরুল, জীবনানন্দ দাস, বায়রণ,
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,
লর্ড টেনিসন।
আমি ‘আমি’, নিজস্ব ধরণ করি অনুসরণ,
লেখায়, কল্পনায় এবং চিন্তায়,
চাইনা লিখতে আমি অন্যের মতন,
দেয় না মন তাতে কভু সায়।
মরেও শান্তি পাবো আজ থেকে বহু যুগ পরে,
যদি কেউ গুমরে কাঁদে কিংবা প্রাণ খুলে হাসে মোর কবিতা পড়ে।