একদিন নদীর তীরে একা যাচ্ছিলাম হেঁটে,
উদ্বাস্তুর মত গন্তব্যহীন পথে,
সময়কে থামানোর কোনও ইচ্ছাই ছিল না মনে,
শান্ত পানির স্রোতধারায় আদর মাখা পরশ বুলিয়ে ক্ষণে ক্ষণে।
অদূরে সূর্য পানিতে দীর্ঘ ডুব দিতে ছিল প্রস্তুত,
প্রকৃতির কোলে ছিল না কোনও খুঁত,
আকাশের এক কোণায় পাখীরা যাচ্ছিল মিশে,
মাঝি গানের তালে তালে ফিরছিল পারে শেষে।
আমি চিত্র প্রদর্শনীতে আগত এক দর্শকের মত,
দেখছিলাম সব, আর মনের ফ্রেমে করলাম বন্দী অসাধারণ মুহূর্ত যত।