যদি কখনও এমনও সময় আসে,
আমি রব না তোমার পাশে,
তুমি কি রাতের আঁধারে তখন,
আমায় করবে স্মরণ?
চাই আজ তা জানতে।
পার ছেড়ে যায় নাও যেমন করে,
সুদূরে, হারিয়ে সীমানারে,
আমার না থাকা কি করে,
সহ্য হবে বল মোরে?
পারবে কি সময় তোমার মন হতে আমায় ভুলিয়ে দিতে?
তোমার ভালোবাসায় মগ্ন হয়েছি হায়,
ক্ষণিকের তরেও দূরে থাকা যে দায়!
ভালোবাসাই বন্দী করে,
ভালোবাসাই স্বাধীন করে,
বেঁচে থাকা যে কি বুঝি তা তোমার কাছে থাকাতে।