নিজের মনের অবস্থা দেখে,
নিজেরই অবাক লাগে খুব,
কখনও মধুর মত লাগে সন্ন্যাসীর মত একা থাকাকে,
কখনও জীবনের অর্থ পাই খুঁজে যখন ব্যস্ততার সাগরে দেই ডুব!
কখনও সারাদিন লিখতে মন চায়,
কখনও বা শুয়ে কাটাতে,
প্রতিক্ষণ নির্ভেজাল অলসতায়,
কখনও তোমায় মিস করি, কখনও লাগে ভালো তোমার না থাকাতে!
কখনও মনে হয় ‘সরি’ বলে কলহকে কবরে পাঠাই,
কখনও অহংকারের অতল গহ্বরে পতিত হই।