তোমায় ছেড়ে আসতে ইচ্ছে হয়নি,
সত্যি বলছি, একদমই না,
“বিদায়” বলার আগে তোমার চোখের,
পাণে গোয়েন্দাদের মত চেয়েও মনের ভাষা বুঝতে পারিনি!
আমার মনে হচ্ছিল তুমি কেঁদে উঠবে,
হঠাৎ ঘুম ভেঙ্গে জেগে ওঠা শিশুর মত,
কিন্তু তেমন কোনও ভাব ছিল না তোমাতে,
হয়তো এটাই প্রকৃতির নিয়ম, বদলায়, বদলাবে।
কিন্তু আমি যে পারিনা মানতে,
তোমার বিন্দুমাত্র বদলে যাওয়া, তুমি কি তা জানতে?