একটি [অ]সাধারণ কবিতা

বাতাস বইছে অলস মানুষের মত,


পাখি সব কলরবে মহাব্যস্ত,


অদূরে ধানক্ষেতের পাশ ঘেঁষে,


বাউল তার একতারা বাজায় হেসে।


 

কৃষক ঘর্মাক্ত শরীরে ক্লান্ত হয়ে,


কড়ই গাছের নিচে গিয়ে সবুজের উপর দিয়েছে গা এলিয়ে,


চঞ্চল বাচ্চার দল গরুর পিছু নিয়েছে,


ঐ হারামজাদার দল বলে কেউ দিচ্ছে গাল পাছে।


 

বটবৃক্ষে কোকিলের মিষ্টি কুহু ডাকে,


ঘুমের ভারী চাদর নেমে আসে সেই ক্লান্ত কৃষকের চোখে।

View kingofwords's Full Portfolio