অনাচার অবিচারের কালো ছায়ায়,
সত্যের পতাকা গেছে ঢাকা পড়ে হায়!
হে খোদা! দুর্নীতির শেষ কোথায়?
বল শেষ কোথায়?
দুর্নীতি করে যারা পায় আজ সম্মান তারা,
সততার নেই কোনও দাম, ভালো মানুষ হয় সর্বহারা,
এ কেমন বিচার!
মিথ্যার হয় জয় সত্য খায় মার।
গরীব আরও হয় গরীব ধনী হয় ধনী,
এ কি আজব কাহিনী!
ঘুষখোর খায় ঘুষ নেই লজ্জা কোনও,
এমনই অনাচারে ডুবে আছে দেশ বলছি তোমায় শুনো।