মনের মন্দিরে আছো বসে চুপটি করে,
মেঘ যেমন যায় না ছেড়ে ঐ আকাশটারে,
তেমনি করে রাখবো তোমায় এই বুকের ভিতরে।
মানবো না বাধা কোনও,
জীবন দিতে পারি জেনো,
তোমার জন্যে,
নেই আমার দুঃখ কোনও,
সত্যি বলছি মেয়ে শুনো,
আছো তুমি মোর পরাণে।
জেনে রাখুক পাগলা হাওয়া,
নদীর ঢেউ, গাছের ছায়া,
তোমাকেই আমি চাই,
জাগিয়েছ এ কি মায়া,
তুমিই সকল চাওয়া-পাওয়া,
সবাইকে জানিয়ে যাই।