তোমায় যখন দেখি

 

 তোমায় যখন দেখি হৃদয় আমার জাকিরের তবলার মত বেজে ওঠে,


শনশন বায়ু পরিণত হয় সিতারের বাজনাতে,


পাখির ডাক মনে হয় আশা ভোসলের সুমিষ্ট গানের মতন,


খুব পাশ ঘেঁষে হেঁটে যাও যখন।


 

মে হু না ছবিতে সুস্মিতা সেনকে দেখার পরে,


শাহরুখ খান যেমন করে,


হারাতেন স্বপ্নের রঙিন জগতে,


আমিও তোমায় দেখে পারিনা থাকতে আর আমাতে।


 

দিন যেমন রাত্রির কারাগার,


মন আমার রয় বন্দী হয়ে অপেক্ষায় তোমার।   

 

View kingofwords's Full Portfolio