ভালোবেসে গেলাম শুধু,
আসল ভালোবাসার মানুষের ঠিকানা,
এখনো পেলাম না, জানি না আদৌ পাব কি না?
মন আমার হয়েছে এক মরু ধূধূ।
যে যখন বাড়ায় হাত স্নেহ পাবার তরে,
সাহায্যের হাত দেই বাড়িয়ে নির্দ্বিধায়,
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হায়!
আছি পড়ে কৃতঘ্ন আর অকৃতজ্ঞের ভিড়ে।
চাঁদ যেমন ভালোবাসে এই পৃথিবীকে নিঃস্বার্থভাবে,
আমিও তেমন ভালোবেসে যাই সকলকে আপন ভেবে।