আমি দুষ্টু হতে পারি,
কিছুটা বদরাগীও বলতে পারো,
তবে জেনে নাও হে নারী,
আমি শরৎচন্দ্রের “বড়দিদি” গল্পের সুরেন্দ্রের মত নিস্পাপ বড়।
আমি ম্যাকবেথের মত কোনও ডাইনীর কথায় কান দিয়ে,
কিংবা মীরজাফরের মত বিশ্বাসঘাতকতা,
করে অথবা ব্রুটাস এবং ইয়াগোর মত নরপিশাচ হয়ে,
তোমার করব না ক্ষতি কোনও, দিলাম আজ তোমায় সেই বার্তা।
আমি ধোঁকাবাজ নই,
যদি তাই মনে হয় তোমার, তবে আমি মানুষ নই।