ক্যালেন্ডারে ইংরেজি মাসের বাংলা উচ্চারণ!

বিদেশী কেউ যখন ভুল উচ্চারণে বাংলা বলে,


তখন শ্রোতাগণ সার্কাসের কসরত দেখার মত হাসেন সকলে,


তবে আমরা কেন ইংরেজি শব্দের ভুল উচ্চারণ শিখব?  


কেন 'জেনিউয়ারি'কে জানুয়ারি বলব?


 

'এইপ্রল' হয়ে গেল এপ্রিল,


'অগাস্ট' কিভাবে আগস্ট হয়, নেই কোনও মিল!


'মেই'কে মে বলি কেন?  


'সেপ্টেম্বা(র)' হল সেপ্টেম্বর, ভুলটাই শুদ্ধ যেন!

 

 

যা প্রচলিত তাতেও ভুল চোরের মত ঘাপটি মেরে থাকতে পারে,


শুধরে নিয়ে চল সবে নেই টেনে এই সভ্যতারে।  

 

View kingofwords's Full Portfolio