আমি ক্ষমা চেয়েছিলাম

আমি ছুটে গিয়েছিলাম তোমার কাছে,


চলন্ত ট্রেনের মত,


শুধু একটা জিনিস চাইতে,


ক্ষমা, যা দেবার ক্ষমতা তোমার ছিল এবং আছে।


 

আমি রাজা লিয়ারের মত ছিলাম অনুতপ্ত খুবই,


আমার অশ্রুর বর্ষাও পারেনি টলাতে,


পাথরের মত হৃদয় তোমার,


সার্কাস দেখার মত করে তাকিয়ে দেখছিল তা নির্বাক রবি।


 

একটি শেষ সুযোগ কি পেতে পারতাম না আমি বল?


তবে কেন অমাবস্যার চাঁদের মত গেলে হারিয়ে, কেন এমন হল? 

View kingofwords's Full Portfolio