যাবার আগে মানুষের তরে,
করো যা পারো সকলে,
কর্ম তোমার রবে চিরতরে,
প্রাণভোমরা দেহ ছেড়ে পালালে।
আসমান রবে, রবে জমিন,
রবে সবই তুমি আমিহীন,
ভালো কাজের মূল্য পাবে,
যখন খোদার সামনে যাবে,
এ কথা বলে সকলে।
দুঃখীর মুখে ফোঁটাও হাসি,
হবে সওয়াব রাশি রাশি,
করো আপন তারে যার নাই স্বজন,
কার উছিলায় কে হবে পার, জানে কোনজন?
সময় তা দিবে বলে।