করিনা পরোয়া কোনও,
যদি জেনে যায় সবে,
তোমার আমার প্রেম কাহিনী,
রবে তুমি মোর অনুভবে।
গোলাপের ছোঁয়া আছে তোমার ঠোঁটে,
পাখির মিষ্টি ডাক তোমার কণ্ঠে,
চোখের গভীরে তোমার ডুবি আর ভাসি,
ভালোবাসি তোমায় সত্যি ভালোবাসি,
ছিলে আমার, শুধুই আমার রবে।
মায়াবিনী তুমি, আমার জীবনের আলো,
তোমার নেই ধারণা কোনও, কতটা বাসি ভালো,
তুমি আছো বলেই আমার থাকা,
দুটি প্রাণ যেন শিল্পীর ক্যানভাসে আঁকা,
মৃত্যুকে দেবনা ছিনিয়ে নিতে তোমায় নীরবে।