নগ্ন চাঁদ

মেঘ যদি হয় চাঁদের আবরণ,


চাঁদ কি করে কভু ক্রন্দন,


খুব জানতে ইচ্ছে করে,


যখন মেঘ যায় সরে সরে।


 

চাঁদের নাকি কলঙ্ক আছে,


আলো বিলিয়ে তা অবিরাম যায় মুছে,


সদ্য সন্ন্যাস নেয়া অপরাধীর মত,


ফেলে পিছু যা হয়েছে গত।

 


চাঁদের আবরণহীনতাই তার নান্দনিকতা,


পারে কি খণ্ডাতে কেহ তা?  

View kingofwords's Full Portfolio