হয়তো মৃত্যুর আগ মুহূর্তে,
দেবদাসের মত তোমার সাথে,
করতে দেখা একটিবার,
যাবো নিজের দেহটাকে টেনে নিয়ে কাছে তোমার।
তুমি কি আমায় দেখে ঘৃণায় মুখ ফেরাবে তখন?
নাকি পথহারা নাবিকের মত করবে আমায় বরণ,
ভালোবাসার বিন্দুমাত্র অবশিষ্ট থাকবে কি?
ক্রোধান্বিত চোখের চাহনিতে পুড়ে ছাই করবে নাকি?
তোমায় ঘৃণা করতে পারিনা আমি একটুও,
বুঝলে না মোর ভালোবাসার মূল্য কখনো।