কভু তাকে পানির মত স্বচ্ছ মনে হয়,
বইয়ের মত পড়ে ফেলা যায়,
কভু যেন সে জটিল ধাঁধা এক,
মনের গহীনে প্রবেশে কষ্ট অনেক।
কভু আমায় দেখে শিশুর মত এমনিতেই হাসে,
মনেহয় তখন আমায় বুঝি ভালোবাসে,
জানিনা কোনদিন পূর্ণ হবে কিনা,
তাকে আপন করে পাবার বাসনা।
কবির মত আমিও স্বাপ্নিক,
স্বপ্নের প্রাসাদ যাই গড়ে এদিক অদিক।