আমি যদি তোমায় নিয়ে আর গান না লিখি,
তুমি খুব রাগ করবে নাকি?
রেগে দামী লাল রত্নের মত,
হবে কি গাল দুটো?
আমি যদি আর না শুনাই ঘুমপাড়ানী গান তোমায়,
তুমি কি আড়ি, আড়ি, আড়ি বলবে আমায়?
আমি সুতীব্র আলিঙ্গনে নেবো তোমায় আমার মাঝে তখন,
একটি শিশু পরম আদরে জোনাকি পোকা মুঠোয় পুরে যেমন।
আমার কলম বেয়ে যদি আর কাব্য না ঝরে,
তুমি কি কাব্য হবে তখন আমার মনের মন্দিরে?